শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমাইয়া আক্তার সুমি (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা মজিবর প্রামানিকের মেয়ে সুমাইয়া। মাত্র এক মাস আগে তার বিয়ে হলেও সপ্তাহ খানেক আগে তার ডিভোর্স হয়ে যায়।
প্রেমিক সজিব দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন সাত্তার মেম্বার পাড়ার মৃত কিরন প্রামানিকের ছেলে। সে সুমাইয়াদের বাড়ির কিছুটা দূরে সাইনবোর্ড এলাকায় বিয়ে করেছে। সেখানে তার একটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো নয়। সে তার স্ত্রী তানজিলাকে চ্যালেঞ্জ দিয়ে বলে তোদের গ্রামেই তোর চেয়ে সুন্দরী মেয়েকে আমি বিয়ে করে দেখিয়ে দেব।
সে মোতাবেক সজিব স্ত্রীকে তালাক দিকে তাকে বিয়ে করবে বলে সুমাইয়াকে বুঝায় এবং তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
সোমবার বিকেল ৩ টার দিকে সজিব প্রামাণিক মোবাইলে ফোন দিয়ে সুমাইয়াকে বাড়ি হতে বের করে নিয়ে আসে। পরে তারা দুজনে মোটরসাইকেলে ঘুরতে বের হয়।
মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলাকালে হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে সে সড়কে ছিটকে পড়ে। কিন্তু সজিব সেটা না পেয়ে তাকে অনেকটা দূর টেনে -হিচড়ে নিয়ে যায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্হানে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।
অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে।
সুমাইয়ার মেজ বোন তাসলিমা আক্তার জানান, সুমি একটু সাজগোছ করতে ও ঘুরতে পছন্দ করত। বিয়ে দিলেও সংসারটা করল না। দুইবার এসএসসি পরীক্ষা দিলেও পাশ করেনি। আগামী বছর আবারো পরিক্ষা দিতে চেয়েছিল। সজিব আমার বোনকে ধোকা দিয়ে সম্পর্ক গড়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা ওর ফাঁসি দাবি করছি।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.