আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের অর্থায়নে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে গ্রামীন খেলাধুলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেবর) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে সারাদিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। দিনব্যাপী খেলাধুলা শেষে বিকাল সাড়ে ৩টায় সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আফছার আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সদর ইউপি সচিব খালিদ হাসান, ব্রেকিং দ্যা সাইলেন্সের এমএইচপিএসএস অফিসার বিল্লাল হোসেন, কমিউনিটি ফ্যাসিলেটেটর শাহরিয়ার হোসেন সোহান ও শাহানারা পারভিন সুমি প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা তার বক্তব্যে বলেন, গ্রামীন খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এধরনের আয়োজন অবশ্যই প্রশংসার দাবীদার।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব নিয়ে কাজ করে সে বিষয়ে এধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গ্রামীন খেলাধুলার মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে শিশু ও যুবকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুনাবলী বিকশিত হবে বলে ইউএনও মিলন সাহা বলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.