দাউদ রানা,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জে- ৫ ( বেলকুচি ও চৌহালী) আসনে রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়া আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে অভিনন্দন জানিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর ) সকালে চৌহালী উপজেলার বেবীষ্ঠানের উপজেলা বিএনপি'র অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চৌহালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়, যা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সমর্থকরা বিএনপি, তারেক রহমান ও আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এদিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ে চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের সঞ্চালনায় এসময় বিএনপির সাবেক সহ সভাপতি আরিফ সরকার, শহীদ তালুকদার,যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল বিএসসি, ওলামাদলের সভাপতি হজরত আলী, দপ্তর সম্পাদক মো: রেজাউল করিম মুন্সী , চৌহালী উপজেলা যুবদলের সভাপতি মো: আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: কাদের মোল্লা, যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শাপলা, ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ, যুবদল নেতা হাসান মোল্লা ও যুব দলের দপ্তর সম্পাদক রুবেল মোল্লাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সিরাজগঞ্জ -৫ (বেলকুচি -চৌহালী ) আসনে আমিরুল ইসলাম খান মনোনয়ন পাওয়ায় আমরা তার পক্ষে মাঠে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
বক্তারা আরও বলেন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় আমরা কাজ করতে চাই। বিএনপি বিশ্বাস করে জনগণই ক্ষমতার একমাত্র উৎস। স্থানীয় নেতা-কর্মীরা জানান, এই শোভাযাত্রা ছিল আগামী নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে আয়োজন করা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.