রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বিকেলের নীল আকাশ, মৃদু হাওয়া আর মোমবাতির আলোর ছায়ায় যেন তেরখাদা উপজেলা সদর পুরোপুরি রূপান্তরিত হয়েছিল এক উৎসবমুখর জনসমুদ্রে। খুলনা-৪ (তেরখাদা–রূপসা–দিঘলিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে ঘিরে মঙ্গলবার (৪ নভেম্বর)বিকেলে সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল মাঠ পরিণত হয়েছিল মানুষের ঢল।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোকরানা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠন এবং হাজারো সমর্থক। ধানের শীষের স্লোগান দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। মঞ্চে দাঁড়িয়ে আজিজুল বারী হেলালের কণ্ঠে ভেসে আসে গণতন্ত্র ও পরিবর্তনের আশার বার্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, ইনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা মৎস্যজীবী দল নেতা শেখ আবু সাঈদ, আব্দুস সালাম মল্লিক, উপজেলা বিএনপি নেতা চৌধুরী কওছার আলী, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, এফ এম হাবিবুর রহমান, মোল্লা মাহাবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মিল্টন হোসেন মুন্সী, আজিজুর রহমান আজিবর, শিকদার ইবাদুল ইসলাম, আবুল হোসেন বাবু মোল্লা, জামাল বিশ্বাস, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভূট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, রাজু চৌধুরী, শামীম আহমেদ রমিজ, সাবু মোল্লা, মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম, তারেক রেজা, লতিফ মোল্লা, ইউনিয়ন বিএনপি নেতা রাসেল ফকির, ফেরদাউস মেম্বার, পলাশ মেম্বার, আলমগীর হোসেন, এস কে নাসির আহমেদ, ইমদাদুল ইসলাম, জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম মোড়ল, আছাবুর চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, রাজু সেখ, মেহেদী চৌধুরী, সাব্বির আহমেদ টগর, ইয়ামিন শেখ, শাহানাজ পারভীন, কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথী বেগম ও রুপালি বেগমসহ আরও অনেকে।
প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বক্তব্যে বলেন,
“আমার বিশ্বাস জনগণের হৃদয়ে—এই বিশ্বাসই আমার শক্তি। খুলনা-৪ আসনের প্রতিটি মানুষ আমার পরিবারের অংশ। ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি আমাদের গণতন্ত্রের আশা, আমাদের মা-বোনের অশ্রু ও পরিশ্রমের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে শ্রদ্ধা জানাচ্ছি, যিনি আমাকে মানুষের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। আমার লক্ষ্য একটাই—এ অঞ্চলের মানুষকে সুখে, নিরাপদে ও মর্যাদার সঙ্গে বাঁচতে দেখা। ইনশাআল্লাহ, আমি সেই জন্য প্রাণ দিয়ে কাজ করব।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজিজুল বারী হেলাল শুধু দলের প্রার্থী নন, তিনি খুলনা-৪-এর ত্যাগী ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তাঁর নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত নেতাকর্মীরা “ধানের শীষ বিজয়ী হোক” শ্লোগানে পুরো মাঠ মুখরিত করে তোলেন। তেরখাদার আকাশে যেন প্রতিধ্বনিত হচ্ছে গণতন্ত্র ও পরিবর্তনের আশা।

