বেনাপোল(যশোর) প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং যশোরের প্রখ্যাত রাজনীতিক মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল মনার সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মাষ্টার জামাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সন্তু, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বর্ণকার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্মরণসভা শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাগআঁচড়া বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম শহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.