দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা মহানগর যুবদল আহবায়ক শরীফ উদ্দিন জয়েল সমর্থিত বিএনপি দলীয় একাধিক কার্যালয়ে হামলা চালিয়ে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা, অগ্নিসংযোগ, যুবদল নেতার বাড়িতে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ বিএনপি দলীয় নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ শেষে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দৌলতপুর থানা বাজার থেকে শুরু হয়ে সেন্টারে মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিরে অংশ নেযা বিএনপি দলীয় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার নাম ঘোষণা করা হয়। বিএনপি দলীয় প্রার্থী হিসেবে বাচ্চু মোল্লার নাম ঘোষণার পরপরই দৌলতপুরে তার সমর্থকরা আনন্দ মিছিল করেন, মিষ্টি বিতরণ করেন এবং দৌলতপুর থানা বাজার সহ বিভিন্ন এলাকায় জুয়েল ‘ভুয়া, ভুয়া’ ¯শ্লোগান দিয়ে উচ্ছৃঙ্খল উচ্ছাস প্রকাশ করেন।
শুধু তাই নয়, ওই রাতেই দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের বাড়িতে ককটেল হামলা চালানো হয়। এসময় বাড়ির লোকজনসহ আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইভাবে আল্লারদর্গা বাজারে, বোয়ালিয়া বাজারে, মহিষকুন্ডি বাজারসহ বিভিন্ন এলাকায় ককটেল হামলা ও বিষ্ফোরণ ঘটিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করা হয়। এসময় তারা ঢাকা মহানগর যুবদল আহবায়ক শরীফ উদ্দিন জয়েলের বিরুদ্ধে নান রকম ¯শ্লোগান দেয় বলে দৌলতপুর যুবদলের যুগ্মআহবায়ক জাফর ইকবাল কর্ণেল তার বক্তব্যে উল্লেখ করেন ।
আনন্দ উল্লাসকারী বিক্ষুব্ধ বাচ্চু মোল্লার সমর্থক গোষ্ঠীরা দৌলতপুর উপজেলার বিভিন্ন এলকায় শরীফ উদ্দিন জুয়েল সমর্থিত বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর করে। তারা বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ছবি ছিঁড়ে ফেলে, ধানের শীষ প্রতীক সম্বলিত ব্যানার-ফেস্টুনে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা। এছাড়াও শরীফ উদ্দিন জুয়েল সমর্থিত বিএনপি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে বিভিন্ন ধরণের হুমকি ও গালিগালাজ করা হয় বলে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া নেতা-কর্মীরা অভিযোগ করেন।
তারা আরো অভিযোগ করে বলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েলের সমর্থক হওয়ায় বিভিন্ন এলাকায় ককটেল হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
এসময় দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম বলেন, আমার বাড়িতে ও বাড়ির সামনে একের পর এক ককটেল হামলা চালানো হয়েছে। এতে আমার পরিবারের সবাই আতঙ্কে রয়েছে। এভাবে ভয় দেখিয়ে কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না বলে তিনি উল্লেখ করেন এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভ সমাবেশ ও মিছিল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীরা অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.