আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রধান বাজার এলাকার সড়কের একাংশ এখন কার্যত ভ্যানস্ট্যান্ডে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাজারের মূল সড়কে ভ্যান ও ঠেলাগাড়ির সারি লেগে থাকে। এতে ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বাজারের মধ্য দিয়ে যাওয়া এই সড়কটি আলফাডাঙ্গা থানা, উপজেলা পরিষদ, ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার প্রধান পথ। সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এমনকি জরুরি সেবামূলক যানবাহনও চলাচলে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী হাসান মাস্টার বলেন, “রাস্তাটা এখন যেন ভ্যানস্ট্যান্ডে পরিণত হয়েছে। দোকানে ক্রেতা ঢুকতে পারে না, পণ্য ওঠানো-নামানোতেও সমস্যা হয়।”
পথচারী আইয়ুব আলী বলেন, “প্রতিদিন বাজার পার হতে কষ্ট হয়। রাস্তায় এত ভ্যান থাকে যে হাঁটার জায়গাও পাওয়া যায় না।”
তবে ভ্যানচালকরা জানান, নির্দিষ্ট জায়গার অভাবেই তারা বাধ্য হয়ে রাস্তায় ভ্যান রাখেন।
ভ্যানচালক এরশাদ হোসেন বলেন, “আমরা কাজ করে সংসার চালাই। নির্দিষ্ট জায়গা থাকলে কেউ রাস্তার উপর ভ্যান রাখবে না।”
ভ্যানচালক রুহুল আমিনের বক্তব্য, “পৌরসভা যদি আমাদের জন্য জায়গা নির্ধারণ করে দেয়, আমরা সবাই সেখানে ভ্যান রাখব।”
স্থানীয়দের মতে, আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন খালি জায়গাটি বা কাশিয়ানী রোডের সাবেক ঢাকা স্ট্যান্ড ভ্যানস্ট্যান্ড হিসেবে নির্ধারণ করা হলে সমস্যার বড় অংশের সমাধান হবে। এতে বাজারের ভেতরের রাস্তা মুক্ত হবে এবং যান চলাচল স্বাভাবিক থাকবে।
এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত। ভ্যানচালকদের জীবিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাজার এলাকার শৃঙ্খলাও জরুরি। খুব শিগগিরই পৌর এলাকায় একটি স্থায়ী ভ্যানস্ট্যান্ড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.