কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়িদের সংগঠনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কনফারেন্স ফ্লোরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি মো. মেনাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব হযরত আলী, সহসভাপতি জিল্লুর রহমান ও নুরনবী মিয়া, যুগ্ম সম্পাদক শমসের আলী ভুইঁয়া রিপন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জসিমসহ বিভিন্ন ইউনিয়নের সার ও বালাইনাশক ব্যবসায়িরা।
বক্তারা বলেন, সার ও বালাইনাশক ব্যবসায় খুচরা বিক্রেতারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষকদের সেবা দিতে গিয়ে অনেক সময় অতিরিক্ত দামের অভিযোগ বা সরবরাহ সংকটে বিব্রত হতে হয়। এসব সমস্যা সমাধানে সংগঠনকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় গুণগত মানসম্পন্ন সার ও বালাইনাশক বিক্রি নিশ্চিত করা, কৃষকদের সচেতন করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।
বক্তারা একমত হন, সংগঠনের ঐক্য ও সহযোগিতার মাধ্যমেই কাউনিয়ায় কৃষকদের কাছে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.