মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানে কাত্যায়ানী পূজা উপলক্ষে শুরু হয়েছে ধর্মীয় উৎসবের মহোৎসব। পুরো কার্তিক মাসব্যাপী ব্রত পালন শেষে মঙ্গলবার রাত থেকে বাগানের বিভিন্ন মন্দিরে হরিনাম কীর্তন শুরু হয়।
বুধবার (৫ নভেম্বর) ভোর রাত থেকেই হাজারো সনাতনী ভক্ত ধলাই নদীর হীরামতি ঘাটে সমবেত হয়ে গঙ্গা স্নান ও পূজা-অর্চনায় অংশ নেন। ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে চলে গঙ্গা স্নান ও দেবী কাত্যায়ানীর পূজার্চ্চনা।
পূজা উপলক্ষে নদীর ঘাটে আগত ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও চা-বাগানের শ্রমিক পরিবারগুলোর সদস্যরাও অংশ নেন।
গঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী লক্ষী নারায়ণ করি (দাদু), সহ-সভাপতি পার্থ কাহার ও প্রতাপ ভর এবং সাধারণ সম্পাদক রাজু কৈরী জানান, ভগবত পুরাণের দশম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ে কাত্যায়ানী ব্রতের উল্লেখ রয়েছে। ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে কামনা করে একমাসব্যাপী এই ব্রত পালন করেন।
তাঁরা আরও বলেন, এই সময়ে ভক্তরা মশলাবিহীন খিচুড়ি ও সিদ্ধজাত খাবার খেয়ে উপবাস পালন করেন। প্রতিদিন সকালে ধলাই নদীতে স্নান করে নদীতীরে মাটির কাত্যায়ানী মূর্তি গড়ে দেবীর পূজা দেন। একমাসব্যাপী তাঁকে চন্দন, ধূপ, দ্বীপ ও ফুল দিয়ে আরাধনা করা হয়।
বুধবার ভোর থেকেই হাজার হাজার চা শ্রমিক ভক্ত ভিজা কাপড়ে নদীতীরে কাত্যায়ানীর খোদিত মূর্তির সামনে চন্দন, মালা, নবপত্র, ফল, পান ও ধূপ নিবেদন করে পূজা করেন।
শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শেষ হয় চা-বাগানের ঐতিহ্যবাহী কাত্যায়ানী পূজার আনুষ্ঠানিকতা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.