আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ভূয়া পাইলস ও পলিপাস চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে আলফাডাঙ্গা বাজারের ঢাকা স্টান ডেন্টাল ক্লিনিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম কে এম রায়হানুর রহমান অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের মৃত লুলু শেখের পুত্র মো. জাহিদুল ইসলাম (৩২) নিজেকে ডেন্টাল সার্জন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা বাজারে রোগী দেখতেন। তিনি পাইলস ও পলিপাসসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রয়োজনীয় সনদপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আদালত তাকে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়া অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বর্তমানে আলফাডাঙ্গা থানা হেফাজতে আছেন এবং তাকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সহকারী কমিশনার (ভূমি) এম কে এম রায়হানুর রহমান বলেন, “অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা মানুষের জীবন নিয়ে খেলাধুলার সমতুল্য। ভবিষ্যতে এ ধরনের প্রতারক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে সচেতন থাকারও আহ্বান জানাচ্ছি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.