বেনাপোল(যশোর) প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে শার্শা উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, “তরিকুল ইসলাম ছিলেন বিএনপির এক প্রেরণার প্রতীক। তিনি শুধু দলের নেতা নন, ছিলেন একজন জনদরদী মানুষ। আমরা তার দেখানো পথে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অঙ্গীকারবদ্ধ থাকব।”
সভায় বক্তারা আরও বলেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন দেশের একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার ত্যাগ ও আদর্শ আমাদের রাজনীতির পথপ্রদর্শক হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.