প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২১, ৩:৪৯ অপরাহ্ণ
কোটালীপাড়ায় নির্ভয় ফিড মিলের ২০হাজার টাকা জরিমানা

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্ভয় ফিড মিলের বৈধ কাগজপত্র না থাকায় ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ রাধাগঞ্জ ইউনিয়নের ডগলাস বাজারের নির্ভয় ফিড মিলকে এ জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ দাশ তার সঙ্গে ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ দাশ বলেন, নির্ভয় ফিড মিল বৈধ কাগজপত্র ছাড়া পোল্ট্রি ফিড উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া যতদিন তারা বৈধ কাগজপত্র সংগ্রহ করতে না পারবে ততদিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তারা যদি এই নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.