দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দৌলতপুরের আসনটি তারেক রহমানকে উপহার দেওয়ার দায়িত্ব আপনাদের।
তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
বাচ্চু মোল্লা বলেন, আমরা সবাই বিএনপি পরিবার। বিএনপি পরিবারের মধ্যে কোন ভেদাভেদ করা যাবেনা। সকল ভেদাভেদ ভুলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে ধানের শীষের পক্ষে একহয়ে কাজ করতে হবে।
আজ বুধবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির পক্ষে লিফলেট বিতরণ, গণসংযোগ ও ধানের শীষের পক্ষে প্রচারণা শেষে পথসভায় উপস্থিত বিএনপি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দৌলতপুর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রিয়াজুল হক, দৌলতপুর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুবদল নেতা লিটন জোয়াদ্দার ও দৌলতপুর ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
পথসভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকার সর্বসাধারণ অংশ নেয়।

