ফেনী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেনী শহরের রামপুর এলাকার আড্ডাবাড়ির বাসিন্দা রিজভীর বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার আচরণ সংগঠনের নীতি ও আদর্শবিরোধী বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে দলীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে সংগঠনের সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিনের কাছে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার রাতে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক আইডি থেকে একটি কল রেকর্ড প্রকাশিত হয়। ওই রেকর্ডে এনসিপি নেতা রিজভীর সঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজুর ঘনিষ্ঠ এক ব্যক্তির কথোপকথন শোনা যায়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
দলীয় সূত্র জানায়, প্রকাশিত ওই কল রেকর্ডকে কেন্দ্র করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় রিজভীর বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং প্রাথমিকভাবে তার শৃঙ্খলাভঙ্গের প্রমাণ মেলায় দল এ সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, সাংবাদিক জুলকারনাইন সায়ের তার পোস্টে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ২০২৫ সালের ৫ মে রাতে ফেনী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু গ্রেফতার হন। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতা হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি এবং জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

