স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা বাজারে ১১২০ কেজি নকল হাইব্রিড ধান বীজ জব্দ করেছে প্রশাসন। পরে এসব বীজ ধ্বংস করা হয়। বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রতিটি বীজের প্যাকেট কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে বীজগুলো জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী এক অভিযুক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট।
নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, জব্দকৃত সুবর্ণ-৩ জাতের ওই হাইব্রিড বীজে ছত্রাকনাশক ও কীটনাশক মেশানো ছিল। এগুলো চাষাবাদ অযোগ্য এবং খাদ্যপণ্য হিসেবেও অনুপযুক্ত হওয়ায় ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, নকল ও নিম্নমানের বীজে চাষাবাদ করলে কৃষকের ব্যাপক ক্ষতি হতে পারে। তাই কৃষকদের বীজ কেনার আগে অবশ্যই সরকারি অনুমোদন ও প্যাকেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.