স্টাফ রিপোর্টার, নড়াইল
নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতান (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় আসামি টিপু সুলতান। এসব মামলায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, “অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় দুটি নাশকতার মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, টিপু সুলতান ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং পরবর্তীতে তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

