Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরের হযরত আলীর সাফল্য: জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ২য় স্থান

শ্যামনগর প্রতিনিধি 
নভেম্বর ৫, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার “মিনহা হিফজুল কুরআন ও ইয়াতিমখানা”-এর মেধাবী ছাত্র মো. হযরত আলী ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করে সাফল্য অর্জন করেছে।

বুধবার (৫ নভেম্বর) সাতক্ষীরা আলীপুর চেকপোস্ট সংলগ্ন রাশিদা বেগম আব্দুস সাত্তার কমপ্লেক্সে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা শাখায় এ সাফল্য অর্জন করে হযরত আলী।

সে মিনহা হিফজুল কুরআন ও ইয়াতিমখানার (চকবারা) ছাত্র এবং খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের আইয়ুব আলী সরদার ও আকলিমা খাতুনের পুত্র। প্রতিযোগিতায় ২য় স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

তার শিক্ষক হাফেজ এমদাদুল হক বলেন, “হযরত আলী একজন মেধাবী, নম্রভদ্র ও বিনয়ী ছাত্র। তার এ সাফল্যে আমরা গর্বিত।”

হযরত আলীর এই অর্জনে শ্যামনগরবাসী অভিনন্দন জানিয়েছেন। আগামী ১৭ নভেম্বর ২০২৫ খুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকলের দোয়া প্রার্থনা করেছে হযরত আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।