Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, হাসপাতালে বিএনপির ৬ কর্মী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 
নভেম্বর ৫, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের আগৈলঝাড়ায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে হামলায় বিএনপির অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পয়সারহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেমায়েত শিকদার সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হন এবং মঙ্গলবার জামিনে মুক্তি পান। তাকে গ্রেফতারের পেছনে স্থানীয় বিএনপি নেতা আ. মন্নান শেখ ও তার ভাই আ. হান্নান শেখের হাত আছে বলে সন্দেহ করেন হেমায়েত।

 

বুধবার বেলা ১১টার দিকে হেমায়েত শিকদার ১৫-২০ জন সহযোগী নিয়ে পয়সারহাট বন্দরে মন্নান শেখের ওপর হামলা চালান। খবর পেয়ে তার ভাই হান্নান শেখ ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক তানভীর শেখ, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অলিদ শিকদার, ওয়ার্ড বিএনপি কর্মী রুবেল শেখ এবং স্থানীয় ব্যবসায়ী যুবদল নেতা বাবু খান হামলার শিকার হন।

গুরুতর আহত বাবু খান, হান্নান শেখ ও রুবেল শেখকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে অভিযোগ অস্বীকার করে হেমায়েত শিকদার বলেন, “আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা আমাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে আহত হয়ে গোপালগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।”

অন্যদিকে আহত ব্যবসায়ী আ. মন্নান শেখ বলেন, “হেমায়েত শিকদারের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমার ভাইসহ আরও পাঁচজন আহত হয়েছেন।”

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।