Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পদ বঞ্চিত নেতারা বিক্ষোভে, নিতাই রায় চৌধুরীর গাড়ি আটক

ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল তীব্র আকার ধারণ করেছে। বুধবার বিকেলে বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থি নেতাদের দিয়ে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের অভিযোগে পদ বঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

নেতাকর্মীরা অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম টাকার বিনিময়ে আওয়ামী লীগ থেকে আসা কয়েকজনকে বিএনপিতে অন্তর্ভুক্ত করে নিজের পছন্দের কমিটি গঠন করেছেন। বিক্ষোভ চলাকালে স্থানীয় পথ ও মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে আংশিকভাবে যান চলাচল ব্যাহত হয়।

এ সময় সড়ক দিয়ে যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার গাড়ি ঘিরে স্লোগান দেন, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিতাই রায় চৌধুরী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

পদ বঞ্চিত নেতারা জানান, তারা নতুন কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সকলরকম পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, ফরিদপুর-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিন ধরেই চলমান, এবং সাম্প্রতিক বিক্ষোভ দলীয় সুসংহতির জন্য নতুন চাপ সৃষ্টি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।