কেন্দুয়া(নেত্রকোন) প্রতিনিধি
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন কেন্দুয়া উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ও জেলা তাঁতী দলের সহ-সভাপতি আব্দুর রহমান।
আব্দুর রহমান বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী বিজয়ী হবেন—এটাই আমাদের প্রত্যয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রফিক হিলালীর নেতৃত্বে রাজনীতির করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “রফিকুল ইসলাম হিলালী নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আমাদের রাজনৈতিক অভিভাবক। তাঁর নেতৃত্বেই কেন্দুয়া-আটপাড়ায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
ব্যক্তিগত জীবনে আব্দুর রহমান একজন ব্যবসায়ী ও ওএমএস ডিলার। তিনি ১৯৭৩ সালের ১ জানুয়ারি কেন্দুয়ার বাদে আঠারো বাড়ীতে জন্মগ্রহণ করেন। পিতা মৃত হাজী সুরজ আলী ও মাতা খাতেমুন্নেছা। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট। আব্দুর রহমান ছয় সন্তানের জনক—তিন ছেলে ও তিন মেয়ের পিতা।
তিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এবং দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবে কেন্দুয়া পৌর বিএনপির দায়িত্বও পালন করছেন।
আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর বিশ্বাস, “রফিকুল ইসলাম হিলালীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হলে কেন্দুয়া-আটপাড়ার ব্যাপক উন্নয়ন ঘটবে।”
বুধবার দিবাগত রাতের শেষ প্রহরে কেন্দুয়া পৌর সদরের চকপাড়াস্থ হাওলাপুরী খানকা শরীফে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রফিক হিলালীর বিজয়ের জন্য আল্লাহর রহমতসহ সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন আব্দুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.