সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, খেসারি, মসুর, মুগ, চিনাবাদাম, ফেলন, গম ও বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ এবং প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোসাম্মৎ নুরুন্নাহার বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, ও বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান সুমন, মোঃ রফিকুল ইসলাম, ও মোঃ রিয়াজুল ইসলাম।
কর্মসূচির আওতায় বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ২,৪১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
সরকারের এই প্রণোদনা কর্মসূচির ফলে কৃষকরা আগের চেয়ে বেশি উৎসাহ নিয়ে রবি মৌসুমের চাষাবাদে যুক্ত হতে পারবেন এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

