Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্পের সাফল্যে

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার ভৈরব নদীর তীরে, খানজাহান আলী থানার শিরোমণি শিল্প এলাকায় দাঁড়িয়ে আছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তার উৎপাদনকারী প্রতিষ্ঠান—বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড। শিল্পনগরী খুলনার এই ঐতিহ্যবাহী কারখানাটি আজ রাষ্ট্রায়ত্ত শিল্প খাতে সাফল্যের প্রতীক হিসেবে দেশের গর্ব হয়ে উঠেছে। যখন দেশের অনেক সরকারি প্রতিষ্ঠান টিকে থাকার সংগ্রামে ব্যস্ত, তখন খুলনার এই কারখানাটি গত পাঁচ বছরেই মুনাফা করেছে ১৪৮ কোটি টাকা—যা রাষ্ট্রীয় শিল্পখাতে এক অনন্য নজির।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উৎপাদিত টেলিকম কপার ক্যাবল বর্তমানে দেশের শতভাগ চাহিদা পূরণ করছে। আন্তর্জাতিক মানসম্পন্ন এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশে রপ্তানির প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। খুলনার বুকে দাঁড়িয়ে থাকা এই কারখানাটি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ওয়াসার উপযোগী এইচডিপিই/এইচডিডি পাইপ উৎপাদনের নতুন মেশিন এবং ইন্টারনেট ও ল্যান নেটওয়ার্কের জন্য ল্যান ক্যাবল প্লান্ট স্থাপন করার উদ্যোগ নিয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি উভয় খাতের শতভাগ চাহিদা পূরণ সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে দেশের বিদ্যুৎ সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখার লক্ষ্য। আগামী পাঁচ বছরে অপটিক্যাল ফাইবার ক্যাবল প্লান্টে তিনটি নতুন মেশিন সংযোজন করে বার্ষিক উৎপাদন ২০ হাজার কিলোমিটার থেকে ২৫ হাজার কিলোমিটারে উন্নীত করা হবে। পাশাপাশি এইচভিপিই টেলিকম ডাক্ট প্লান্টে আরও দুটি নতুন মেশিন সংযোজন করে উৎপাদন সক্ষমতা সাড়ে ছয় হাজার কিলোমিটার থেকে ৮ হাজার কিলোমিটারে উন্নীত করা হবে। এছাড়া সুপার এনামেল কপার ওয়্যার উৎপাদন সক্ষমতা ৩০০ মেট্রিক টন থেকে ৬০০ মেট্রিক টনে উন্নীত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের ডিসেম্বরেই প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে রুফটপ সোলার প্যানেল স্থাপন করে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের নতুন অধ্যায় শুরু করবে।

ইতিহাস বলছে, স্বাধীনতার অনেক আগে ১৯৬৭ সালে পাকিস্তান সরকার পশ্চিম জার্মানির মেসার্স সিমেন্স এজি’র সঙ্গে যৌথভাবে খুলনার শিরোমণিতে ৩২ একর জমিতে এই শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে। স্বাধীনতার পর ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকারের উদ্যোগে বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগের জন্য কপার ক্যাবল উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে সময়ের চাহিদা অনুযায়ী ২০১০ সালে অপটিক্যাল ফাইবার ক্যাবল, ২০১৬ সালে এইচভিপিই টেলিকম ডাক্ট এবং ২০১৯ সালে বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর ও ক্যাবল উৎপাদন প্লান্ট স্থাপন করা হয়।
প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (উৎপাদন) এনামুল হক বলেন, “বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের প্রতিটি উৎপাদিত পণ্য বুয়েট, কুয়েট, চুয়েট ও এমআইএসটি’র পরীক্ষাগারে গুণগতমান যাচাইয়ের মাধ্যমে অনুমোদিত হয়। অস্ট্রেলিয়া, কোরিয়া ও মালয়েশিয়া থেকে আমদানিকৃত ৯৯.৯৯ শতাংশ বিশুদ্ধ কপার রড, এবং মালয়েশিয়া, চীন ও ভারত থেকে আনা বিশ্বমানের অ্যালুমিনিয়াম রড ও স্টিল কোর ওয়্যার ব্যবহারের ফলে আমাদের পণ্য বিশ্বমানের প্রতিযোগিতায় সক্ষম।”

দেশে অপটিক্যাল ফাইবার শিল্পের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বাংলাদেশে কমিউনিকেশন নেটওয়ার্ক উন্নয়নের জন্য অন্তত পাঁচ লাখ কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে রয়েছে মাত্র দেড় লাখ কিলোমিটার। এর মধ্যে ৭৫ শতাংশই ওভারহেড নেটওয়ার্ক, যা দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ থাকে। আধুনিক, নিরাপদ ও স্থায়ী সংযোগের জন্য এই নেটওয়ার্কগুলোকে মাটির নিচে নেওয়া এখন সময়ের দাবি।”

গত ২১ আগস্ট প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব মন্তব্য করেন, “পরিবেশবান্ধব ও দূষণমুক্ত সবুজ কারখানার আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জন করলে এখানকার উৎপাদিত পণ্যের ব্র্যান্ড ভ্যালু আরও বৃদ্ধি পাবে।”

এই বিষয়ে এনামুল হক বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পরামর্শের পর আমরা ইতোমধ্যে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ প্রাপ্তির কার্যক্রম শুরু করেছি। ইনশাল্লাহ, শর্তগুলো পূরণ সাপেক্ষে দ্রুতই আমরা সেই সনদ অর্জন করতে পারব।”

খুলনার গর্ব বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড আজ রাষ্ট্রায়ত্ত শিল্পের সাফল্যের নতুন সংজ্ঞা রচনা করছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা ও গুণগতমানের প্রতি অঙ্গীকারের মাধ্যমে এই প্রতিষ্ঠান শুধু লাভজনক নয়, আত্মনির্ভর বাংলাদেশের এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।