Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়াম কৃষকদের মাঝে এ সব বিতরণ করা হয়। কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন। ২০২৫ -২০২৬ অর্থবছরে রবি মৌসুমের বিভিন্ন প্রজাতির শাক ও সবজি চাষের জন্য ৬৭০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমপিও সার,৮ কেজি খেসারি ও মুসুরের ডাল, ১ কেজি সূর্যমুখী, ৮ কেজি সোয়াবিন বীজ, ১০ কেজি চিনাবাদাম বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা, ফাতিমা ইসলাম, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা, মোসাঃ ফারহানা তাসরিন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, বি আরডিবি কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও কৃষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।