ঝালকাঠি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এবং বরিশাল বিভাগের একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বৃহস্পতিবার দিনব্যাপী গণসংযোগ করেছেন।
সকালে তিনি শহরের রোনাল্ডস রোডে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইলেন ভুট্টো নেছারাবাদ কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত করেন। পাশাপাশি নলছিটিতে তার স্বামী প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর কবরেও ফাতেহা পাঠ করেন। দিনজুড়ে তিনি শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও সমর্থন প্রার্থনা করেন।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, আমাকে প্রাথমিক মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। আমি বিশ্বাস করি নেতাকর্মী ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা বিপুল ভোটে বিজয়ী হবো। নির্বাচিত হলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।
এই সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.