Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধে দুই ভাই খুনের, চাচাসহ আরও তিনজন গ্রেফতার

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি 
নভেম্বর ৬, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাই হত্যার মামলায় আপন চাচাসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চরসুবুদ্ধি গ্রামের আব্দুল আউয়াল (৭০), পিতা মৃত কালা গাজী; তার মেয়ে শাহানাজ বেগম (৩২) এবং জামাতা শিপন শিকদার (৩৫), পিতা অহেদ শিকদার, সাং তবিরকাঠি, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোবারক হোসেন, এসআই জামিরুল ইসলাম, এএসআই জিয়াউল হক ও এএসআই দীপক কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল এবং ঘটনাস্থল থেকে ৫টি বড় দা ও ৪টি ছুরি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়ির বেড়া ভাঙাকে কেন্দ্র করে চাচা আউয়াল মিয়ার পক্ষের লোকজন হামলা চালায়। এতে ভাতিজা শাকিল (২২) ও ফুরা মিয়া (২৬) গুরুতর আহত হন। পরে তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মামলাটি রায়পুরা থানায় ১৪৩/৪৪৭/৩০৭/৩২৬/৩০২/৪২৭/৩৪ ধারায় (পেনাল কোড ১৮৬০) নথিভুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।