খুলনা প্রতিনিধি
বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে খুলনার তেরখাদা উপজেলায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার বারাসাত গ্রামের নিজ বাড়িতে এ আয়োজন করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক।
দোয়া মাহফিলকে ঘিরে সকাল থেকেই এলাকায় সৃষ্টি হয় এক ভিন্ন ধর্মীয় ও মানবিক আবহ। কোরআন খতমের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আয়োজক পারভেজ মল্লিক বলেন, “বাংলাদেশের গণতন্ত্র যতোবার আক্রান্ত হয়েছে, ততোবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়েছেন জনগণের অধিকারের জন্য। জেল-জুলুম, নির্যাতন—সব কিছুর মুখোমুখি হয়েও তিনি পিছু হটেননি। তিনি গণতন্ত্রের এক অনন্য প্রহরী। আজ তিনি অসুস্থ, আমরা সকলে তাঁর জন্য হৃদয় থেকে দোয়া করছি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়। স্থানীয়দের ভাষায়, এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার এক প্রকাশ ছিল।

