নিজস্ব প্রতিবেদক, নবধারা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৩ টার দিকে উপজেলার গিমাডাঙ্গা পৌর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাংবাদিক মেহেদী হাসান দৈনিক কালবেলা পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পেপার নবধারার সম্পাদক ও প্রকাশক।
বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মশাল মিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীরা লাঠিসোটা, লোহার রড দিয়ে দোকানপাট ভাঙচুর করে ও রাস্তার পাশে থাকা পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মেহেদী হাসানের সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
থানা সুত্রে জানা যায়, পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আসামিরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে সাংবাদিক মেহেদী হাসানের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.