মোঃ মোকাররম হোসাইন,জয়পুরহাট প্রতিনিধি
স্বাস্থ্যবিধি না মানা, খাদ্য প্রস্তুত ও অস্বাস্থ্যকর অবস্থা এবং বাসি খাবার রাখার দায়ে বিসমিল্লাহ হোটেল-১ কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, হোটেলের খাবার রাখার স্থানে ময়লাযুক্ত ফ্যান, ফ্রিজে মাংস ও বাটা মসলা একত্রে রাখা এবং বাসি খাবার সংরক্ষণ করায় তা অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইউএনও তাকে আগামী ১৫ দিনের মধ্যে হোটেলটি সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। এছাড়াও অন্যান্য খাবার প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন,“খাদ্যপণ্য মানুষের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মানুষের স্বাস্থ্যের সাথে জড়িত খাদ্যপণ্য নিয়ে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।কোথাও স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.