Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধিকল্পে প্রেস ব্রিফিং

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধ
নভেম্বর ৬, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর প্রতিনিধি

ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকা দিয়ে জাল নোট পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকেলে
বিজিবির ময়মনসিংহ মাল্টিপারপাস সেডে এ বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডারের পক্ষে ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সীমান্ত এলাকায় জাল টাকা পাচার রোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সীমান্তবর্তী এলাকাবাসীর সঙ্গে নিয়মিত সভা ও সেমিনারের আয়োজন করছে, যাতে সাধারণ মানুষ জাল নোট পাচারের অপতৎপরতা সম্পর্কে সচেতন হয় এবং যে কোনো তথ্য দ্রুত বিজিবিকে অবহিত করতে পারে।

তিনি আরও বলেন, “দেশের অভ্যন্তরে যারা জাল নোট তৈরি ও ছড়িয়ে দেয়, তাদের কার্যক্রম নজরদারির আওতায় আনতে হবে। সীমান্তের জনগণও যেন দেশের হয়ে এই প্রতিরোধ কার্যক্রমে সহযোগিতা করে, সেটিই আমাদের লক্ষ্য।”

বিজিবির তথ্যানুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় ২৫ জন আসামীসহ মোট ২৬ কোটি ৫৩ লক্ষ ৩৭ হাজার ৫৮৬ টাকার সমমূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, গবাদি পশু, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উক্ত প্রেস ব্রিফিং এ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার গণমাধ্যম কর্মি ও বিজিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।