Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার কাকবাসিয়া মৎস্য সেট এলাকায় আনুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জনদরদি নেতা আলহাজ প্রফেসর ডা. শহিদুল আলম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকেছেন। তিনি আশাশুনি ও কালিগঞ্জের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই সাতক্ষীরা-৩ আসনে জনগণের প্রত্যাশা অনুযায়ী তাঁকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে হবে।

বক্তারা আরও দাবি করেন, বর্তমান প্রার্থী কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী ও জনপ্রিয় নেতা ডা. শহিদুল আলমকে প্রার্থী ঘোষণা করা না হলে এলাকাবাসী আন্দোলনে নামতে বাধ্য হবে।

আনুলিয়া ইউনিয়ন সার্স কমিটির সদস্য মুছা ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকর আলী জুলি।

সমাবেশে আরও বক্তব্য দেন মেম্বার মোক্তার আলী, সার্স কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, শাহিনুর ঢালী, আবির হোসেন, উপজেলা ছাত্রদলের নেতা অসীম আকরাম, উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আ. লতিফ, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক এবাদুল গাজী, ওয়ার্ড সেক্রেটারি হাফিজুল ইসলাম, এছমাইল হোসেন, কেনা ও রমজান আলী প্রমুখ।

সমাবেশ শেষে দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।