মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মিরকাদিমের সামাজিক ও ক্রীড়া সংগঠন মিরকাদিম যুব ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ই নভেম্বর) রাত ৮ টায় উওর রামগোপালপুরে ক্লাবের নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা ও গুনিজন সম্মাননা প্রদানের মাধ্যমে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন পালন করা হয়। " একতা, সেবা, উন্নয়ন" এ তিনটি স্লোগানে গত ৫ বছর যাবৎ এলাকার উন্নয়ন ও দরিদ্র ও অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
মিরকাদীম যুব ক্লাবের সভাপতি আবদুল্লাহ সোহেল তার বক্তব্যে বলেন, আমরা দলমত নির্বিশেষে সব সময় সমাজের অসহায় লোকদের জন্য কাজ করে যেতে চাই।
এসময় মিরকাদিম যুব ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল্লাহ সোহেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ দেওয়ান সৌরভ,চৌগাড়ারপাড় বন্ধন যুব কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক মো: হাসান মিন্টু,মিরকাদিম যুব ক্লাবের মো: আনিছুর রহমান, এডভোকেট সালাউদ্দিন টিটু, মো: রনি, মো: সোহেল, মো: বাবলু, মো: সোহেল আরমান ও মো: অনিক, রনি, অনিক, মো: খোকন, আনিস, রানা, সাজু, লিমন, মফিজল, নিজাম, আনোয়ার সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় সাহিত্যে অবদান রাখায় জনপ্রিয় লেখক মাহবুব আলম জয়কে গুনিজন সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.