জয়পুরহাট প্রতিনিধি
“সারাজীবন কাটিয়েছি জনসেবায়, তাই আবারও সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে এসেছি। এমপি নয়, জনগণের সেবক হিসেবেই আমৃত্যু কাজ করতে চাই।” — এমনটাই বলেছেন জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) বিএনপি থেকে সদ্য মনোনয়ন পাওয়া প্রার্থী, সাবেক ডিসি ও সাবেক সচিব আব্দুল বারী।
বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলার সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত এক মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, বিএনপি নেতা এম কেরামত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামল, সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ওয়ালিউল্যাহ খান রতন, যুব নেতা রিপন প্রামানিক, স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রহমান, যুবনেতা আরমান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুষার হোসেন, সদস্য সচিব তানভির নেওয়াজ, পৌর ছাত্রদল নেতা বায়জিদ গোস্তামি সাহিদ, সদস্য সচিব নাসিফ নেওয়াজ রমিমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী আরও বলেন,“আমরা যারা বিএনপি করি, সবাই এক পরিবারের সদস্য। কারও সঙ্গে বৈরিতা নয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সরকারি চাকরিতে থাকাকালীনও জনগণের সেবা করেছি। এখন রাজনীতিতেও সেই সেবাকে অব্যাহত রাখতে চাই। আমি এমপি হতে নয়, আপনাদের সেবক হিসেবেই মাঠে নামতে চাই।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.