Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বিদ্যালয় বন্ধ রেখে বিএনপি নেতার গণসংযোগ

জামালপুর প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ গণসংযোগ করেছেন।

 

বৃৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা থেকে নিজ এলাকায় বেলতৈল উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি হেলিকপ্টারে করে অবতরন করেন। জামালপুর-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়েও তিনি গণসংযোগ করেন। এতে বিদ্যালয়টির ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে যায়। মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের এমন কাজে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ২৩৭ জনকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির দলীয় প্রার্থী হিসাবে মোস্তাজিফুর রহমান বাবুলের নাম ঘোষণা করা হয়। কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে নিজেকে প্রার্থী হিসাবে নির্বাচনি প্রচার শুরু করেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

 

বিদ্যালয়টির শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুল সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযন্ত খোলা থাকে। কিন্তু আজ নাকি আমাদের স্কুলে বড় নেতা আসবে তাই আমাদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

 

বেলতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, পরীক্ষা সামনে, কিন্তু মাইকের শব্দে পাঠদান সম্ভব হয়নি তাই স্কুল বন্ধ করে দিতে হয়েছে। অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।