জামালপুর প্রতিনিধি
জামালপুরে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ গণসংযোগ করেছেন।
বৃৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা থেকে নিজ এলাকায় বেলতৈল উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি হেলিকপ্টারে করে অবতরন করেন। জামালপুর-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়েও তিনি গণসংযোগ করেন। এতে বিদ্যালয়টির ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে যায়। মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের এমন কাজে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ২৩৭ জনকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির দলীয় প্রার্থী হিসাবে মোস্তাজিফুর রহমান বাবুলের নাম ঘোষণা করা হয়। কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে নিজেকে প্রার্থী হিসাবে নির্বাচনি প্রচার শুরু করেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
বিদ্যালয়টির শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুল সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযন্ত খোলা থাকে। কিন্তু আজ নাকি আমাদের স্কুলে বড় নেতা আসবে তাই আমাদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
বেলতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, পরীক্ষা সামনে, কিন্তু মাইকের শব্দে পাঠদান সম্ভব হয়নি তাই স্কুল বন্ধ করে দিতে হয়েছে। অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.