আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আন্তশিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে সীরাতচর্চা ও ইসলামী জ্ঞানচর্চা বিস্তারে এই আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আলফাডাঙ্গা উপজেলা শাখা।
শুক্রবার (৭ নভেম্বর) দিনব্যাপী আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে কুইজে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্রশিবিরের উপজেলা শিক্ষা সম্পাদক হাফেজ মো. মুয়াজ বিন নাসির। পরে ফরিদপুরের প্রতিভা সাংস্কৃতিক সংসদের পরিচালক মাহমুদুল হাসান ইসলামিক সংগীত পরিবেশন করেন।
ছাত্রশিবিরের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ মো. ওবাইদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলার সভাপতি মাওলানা কামাল হোসাইন এবং সাধারণ সম্পাদক এস. এম. হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, আগামীতে আরও বৃহত্তর পরিসরে সীরাতভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ প্রজন্ম নবীজীর (সা.) জীবনাদর্শে অনুপ্রাণিত হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.