ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া (এতিম খানা ও লিল্লাহ বোডিং) মাদ্রাসার উদ্যোগে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যত কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার (৮ নভেম্বর) বেলা ২ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই সভাটি আয়োজিত হয়।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ নবাব আলীর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। মাদ্রাসার উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি, এবং মনিটরিং কমিটিকে নিয়ে উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
মাদ্রাসার ভৌত কাঠামোর উন্নয়ন এবং সম্প্রসারণ, ছাত্রদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সেবার মান আরও উন্নত করা সহ বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।
মাদ্রাসার কমিটির সকল সদস্যবৃন্দ এই আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন এবং মাদ্রাসার কল্যাণে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। এছাড়াও, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার হিতাকাঙ্খীরাও সভায় উপস্থিত থেকে মাদ্রাসার প্রতি তাদের সমর্থন ও আন্তরিকতা প্রকাশ করেন।
এই সভাটি কেবল আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না, বরং ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য উদাহরণও সৃষ্টি করে। আলোচনার শেষে, অত্র মাদ্রাসার সকল সদস্যবৃন্দের নিজ অর্থায়নে দুপুরে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এর মাধ্যমে মাদ্রাসার উন্নয়নের প্রতি সকলের সম্মিলিত অঙ্গীকার ও ঐকান্তিকতা আরও দৃঢ় হয়। এই আলোচনা সভার মধ্য দিয়ে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নমূলক কাজ নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.