সাইফুল ইসলাম, বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর ক্ষুদ্রকাঠীর অবহেলিত নতুনচর এলাকায় দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে উদ্যোগী ভূমিকা নিয়েছেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।
গতকাল (শনিবার) এলাকাবাসীর উপস্থিতিতে তিনি একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “এই অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি মানসম্মত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের এই মহৎ উদ্যোগে নতুন প্রজন্ম আলোকিত ও নৈতিকতাবান নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি, জ্ঞানই দারিদ্র্য ও অন্ধকার দূর করতে পারে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীর সন্তানরা ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে।”
এলাকাবাসী তাঁর এ উদ্যোগকে “একটি যুগান্তকারী পদক্ষেপ” বলে অভিহিত করেছেন।

