আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাফিউল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মোঃ আছাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভিভাবক সদস্য মোঃ রায়হান হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম।
এসময় ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও অভিভাবক-শিক্ষক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। সমাবেশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

