সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর পূর্বপাড়ে নতুন “যমুনা উপজেলা” গঠনের দাবিতে শিক্ষক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে “যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ”-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেন। বক্তারা বলেন, যমুনা নদীর ওপারে থাকা এসব চরাঞ্চলের দুই লাখেরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় বঞ্চিত। নতুন উপজেলা গঠন হলে এসব জনসেবা নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের বৈষম্য দূর হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বাবলু।
এ সময় বক্তব্য দেন “যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ”-এর নেতৃবৃন্দ সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার মো. ফরিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. সুমন মিয়া ও ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল গালিব।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রেজাউল করিম, ফজলুল হক সরকার, সাইফুর রহমান স্বপন, লাইলী বেগম ও রাজিয়া সুলতানা এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, এনামুল হক, সোহরাওয়ার্দী, আব্দুল আজিজ বিএসসি, আব্দুস সালাম, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান দুলাল, মো. তুজাম্মেল হক ও মো. নুর হোসেন বক্তব্য রাখেন।
কলেজ শিক্ষকদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ হেল বাকী নতুন উপজেলা গঠনের যৌক্তিকতা তুলে ধরেন।
সমাবেশ শেষে শিক্ষকরা নাটুয়ারপাড়া বাজারে এক বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা “যমুনা উপজেলা চাই” শ্লোগানে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রতিধ্বনি তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.