স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীর সুড়িগাতী গ্রাম থেকে নিখোঁজের একদিন পর নয়ন শিকদার নামের ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নয়ন শিকদার উপজেলার সুড়িগাতী গ্রামের মোশারেফ শিকদারের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত নয়নের মা ফরজানা আক্তার জানান, শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাড়ির সামনে থেকে তার ছেলে নয়ন নিখোঁজ হয়। সারাদিন খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্ধ্যায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে শান্ত হালদার ঘেরে কাজ করতে গেলে নয়নের মরদেহ দেখতে পান। তার চিৎকারে নয়নের পরিবার এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.