মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার চাদেরহাট কালি মন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক যুগ্ম-আহবায়ক রিয়াজুল ইসলাম মিয়া বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা সুভাষ চন্দ্র মজুমদার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল নেতা শেখ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, “দেশের নারীরা আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার পুনরুদ্ধার হবে, নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা হবে।”
অন্যান্য বক্তারা বলেন, বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে। তারা মোল্লাহাট উপজেলায় দলীয় কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
সভায় বিপুল সংখ্যক মহিলা দলের নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন, যারা “গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ সংগ্রাম” শ্লোগানধ্বনিতে সভাস্থল মুখর করে তোলেন।

