বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে কারামুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ব্যর্থ হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র, আর বাংলাদেশ খুঁজে পায় জাতীয়তাবাদের নতুন দিকনির্দেশনা। এই দিনের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের গণতন্ত্র রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইসরত হোসেন কচি তালুকদার।
তিনি বলেন, “৭ নভেম্বর আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজ আবারও সেই চেতনা জাগ্রত করার সময় এসেছে।”
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, আলহাজ্ব মোঃ কামাল সরদার, মোঃ সেলিম সরদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহবুব তালুকদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিলন খান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসেন, বিএনপি নেতা আবুল কালাম মুন্সি, ফরিদ হোসেন, আলাউদ্দিন, উপজেলা জিসাস সভাপতি মোঃ হুমায়ুন কবির আকন, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হোসেন রেজা, মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির আহমেদ সাগর, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুর রহমান রবিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ বাহাদুর তালুকদার, রহমতপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম বাবু, ছাত্রদল নেতা এইচ. এম. আবু সায়েমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
র্যালি ও লিফলেট বিতরণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

