গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানী বলেছেন, “গত ১৭ বছর দেশে মানুষের ভোটের অধিকার ছিল না। সাধারণ মানুষ, ভোটার কিংবা নেতাদের কোনো মূল্যায়ন ছিল না। এখন সেই অধিকার আবার ফিরেছে—এবার আমাদের সেই মূল্যায়ন ধরে রাখতে হবে।” “রাষ্ট্রের মালিক জনগণ। তাই সচেতনতার মধ্য দিয়ে ভয়-ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।”
শনিবার (৮ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এস. এম. জিলানী জানান, বিএনপি এবার ২৩৭টি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার জনগণের প্রতি আহ্বান জানান—“ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করছে। এ নির্বাচনকে ঘিরে অতীতের মতোই একটি গোষ্ঠী আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
এর আগে তিনি ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জ সদরের পুলিশ লাইন মোড়ে পৌঁছালে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের, এস. এম. তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বার টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদুল হাসান, শ্রমিক দলের নেতা আব্দুল্লাহ আহমেদ প্রমুখ।
এছাড়া সাবেক যুবদল দপ্তর সম্পাদক ও বর্তমান যুবদল সাধারণ সম্পাদক প্রার্থী রাজিব বিশ্বাস রাজুর নেতৃত্বে প্রায় ২০০ মোটরসাইকেলের শোভাযাত্রা বের হয়ে এস. এম. জিলানীকে বরণ করে।
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন স্থরের বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী পুলিশ লাইন মোড়ে জড়ো হয়ে তাদের নেতাকে অভ্যর্থনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.