ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নামাজ ঘরের উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) যোহরের নামাজ আদায়ের মধ্যদিয়ে এ নামাজ ঘরের উদ্বোধন করা হয়।
কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু বলেন, কলেজের পরিধি এখন অনেক বৃদ্ধি পাওয়ায় শিক্ষক/শিক্ষার্থী সংখ্যাও অনেক বেড়েছে। কলেজ চলাকালীন তাদের নামাজ আদায় করতে ক্যাম্পাস ত্যাগ করে পার্শ্ববর্তী কোন মসজিদে যেতে হয়।
এতে অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হয়। এ জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় এখানে একটি নামাজঘর চালু করা হলো।
গতকাল যোহরের উদ্বোধনী নামাজে ইমামতি করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম ও ওই কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রইফ খানের ছেলে মাওলানা মুজাহিদ খান।
এ সময় কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু, সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন, প্রভাষক আখতারুজ্জামান, এসএম সোহরাব হোসেন, অফিস সহকারী ফজলে রাব্বি জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.