নরসিংদী প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংকের শিবপুর শাখায় ঋণগ্রহীতাদের সঙ্গে এক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় ব্যাংকের শিবপুর শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার ভূপতি রঞ্জন দাস। তিনি বলেন, “কৃষক ও ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ব্যাংক সবসময় তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।” তিনি ঋণগ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধের আহ্বান জানান এবং ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সতর্কতা দেন।
শাখার ব্যবস্থাপক মেহেদী হাসানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন দ্বিতীয় কর্মকর্তা নাদিম মাহমুদ। সভায় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক ঋণগ্রহীতা উপস্থিত ছিলেন।
সভা শেষে ঋণগ্রহীতাদের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা নগদ আদায় করা হয়।

