Nabadhara
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জমি-সংক্রান্ত  বিরোধে ছাত্রলীগ নেতার হামলায়  আহত-২ 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুরিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে মৃত সিকান্দার আলী তামিদারের পুত্র রেজা তামিদার ও তার ভাই তাইজুল ইসলামের সঙ্গে একই

বাড়ির চাচাতো ভাই মো. গিয়াস উদ্দিন তামিদার গংদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পারিবারিকভাবে আলোচনা বসে। আলোচনার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়।

এ সময় উত্তেজিত রেজা তামিদার তার সঙ্গে থাকা ধারালো রামদা দিয়ে আপন চাচাতো ভাই মো. গিয়াস উদ্দিন তামিদারের বাম বাহুতে কোপ দেন। এতে তার বাহুর একটি বড় অংশ কেটে যায় এবং গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে পুনরায় হামলা চালানোর সময় গিয়াস উদ্দিনের ডান হাতের একটি আঙুল কেটে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গিয়াস উদ্দিন তামিদারকে উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপর আহত ব্যক্তি গিয়াস উদ্দিনের বড় ভাই আলাউদ্দিন তামিদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জানান, ডা. অপূর্ব চৌধুরী জানান, গিয়াস উদ্দিন তামিদারের হাতে গুরুতর আঘাত পাওয়া গেছে, ক্ষতস্থানে ১৪টি সেলাই দিতে হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহতের ভাই মো. নাসির উদ্দিন তামিদার।

স্থানীয়দের দাবি, রেজা তামিদার এলাকায় বখাটে প্রকৃতির এবং অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। আহত পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।