রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
তেরখাদার মাঠে-মাঠে আবারও শোনা গেল ধানের শীষের স্লোগান। খুলনা–৪ (তেরখাদা–রূপসা–দিঘলিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল রবিবার (৯ নভেম্বর) তেরখাদা উপজেলার হাড়িখালীতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। শরীফ শাহ কামাল তাজের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
বক্তৃতায় আজিজুল বারী হেলাল বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনরুদ্ধার। জনগণই দেশের মালিক, আমরা তাদের অধিকার ফেরাতে মাঠে থাকব এবং প্রতিটি ষড়যন্ত্র প্রতিহত করব।”
সভায় অংশ নিয়ে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট — এই দেশের মানুষ যেন আবার স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাদের মত প্রকাশ করতে পারে। এজন্য বিএনপি জনগণের পাশে থেকে লড়বে শেষ মুহূর্ত পর্যন্ত।”
সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ. এম. হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্লা মাহাবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, আজিজুর রহমান আজিবর, আবুল হোসেন বাবু মোল্লা, আবুল কালাম লস্কর, এস. কে. নাসির আহমেদ, খান গিয়াস উদ্দিন,ইউসুফ শেখ, জাহিদুল ইসলাম, জামাল বিশ্বাস, মোবাশ্বের আলম, নুরুল ইসলাম, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা ভূট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, কৃষক দল নেতা রাজু চৌধুরী, শামীম আহমেদ রমিজ, সাবু মোল্লা, আমিনুল ইসলাম আমিন, আসাব চৌধুরী,রাজু সেখ, মেহেদী চৌধুরী, লিমন ও সাব্বির আহমেদ টগরসহ স্থানীয় অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আজিজুল বারী হেলাল উপজেলার নৌকাডুবি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি আটলিয়া মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে অংশ নিয়ে ধর্মীয় ও সামাজিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রচারণা জুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয়দের উচ্ছ্বাস, নেতাকর্মীদের মুখে স্লোগান আর ধানের শীষের পতাকা—সব মিলিয়ে তেরখাদা যেন পরিণত হয় গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতির এক প্রাণবন্ত মঞ্চে। আজিজুল বারী হেলালের সফর শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, বরং জনগণের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ও আস্থার নতুন অধ্যায় হিসেবে দেখা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.