নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় গণ-শুণানী না করে প্রি-পেইড মিটার লাগানোর প্রতিবাদে নওগাঁ নেসকো অফিস ঘেরাও করা হয়েছে। রোববার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত নওগাঁ শহরের কাঠালতলী মোড় সংলগ্ন নেসকো অফিসে এই ঘেরাও কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গণ-শুণানী না করে প্রি-পেইডনওগাঁয় সাধারণ বিদ্যুত গ্রাহকদের নেসকো গত ২৯ জানুয়ারী ২৫ প্রতিশ্রুতি দিয়েছিলো যে, তারা গণ-শুণানী না করে প্রি-পেইড কার্ভ মিটার লাগাবেনা। কিন্তু অতি পরিতাপের বিষয় নেসকো কতৃপক্ষ সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও ৩০ টি টিমের মাধ্যমে নওগাঁ শহরে বাড়ী-বাড়ী চোরের মতো উক্ত মিটার লাগিয়ে দিচ্ছে। ফলে গত একসপ্তাহ ধরে নওগাঁ বিদ্যুত গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি শহরের বিভিন্ন পয়েন্টে প্রচারণা চালিয়ে আসছিলো। একইসাথে নওগাঁ গরীব,মেহনতি মানুষেরা নেসকো উপর ফুঁসে উঠেছিলো। উক্ত আন্দোলন কমিটির পূর্বঘোষিত কর্মসূচী হিসাবে নেসকো ঘেরাও করা হয়। এর আগে নওগাঁ তাজের মোড়ে বিভিন্ন পেশার মানুষ সমবেত হতে থাকে।
আন্দোলনকারী ভিতরে প্রবেশ না করতে পারায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নেসকো পিএলসির প্রকল্প পরিচালকের সাথে ঘন্টাকালব্যাপী বৈঠক করলে কোন ফলপ্রসু আলোচনা হয়নি। তারা গণশুণানী না করার তালবাহানা করছে বলে এর আগে নওগাঁ তাজের মোড়ে নানা পেশাজীবীর মানুষ সমবেত হতে থাকে।আগে থেকেই বিপুল সংখ্যক আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্য ওসির নেতৃত্বে পুলিশ ও
সেনাবাহিনী সদস্য মোতায়েন করা ছিলো। আন্দোলনকারী ভিতরে প্রবেশ না করতে পারায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নেসকো পিএলসির প্রকল্প পরিচালকের সাথে ঘন্টাকালব্যাপী বৈঠক করলে কোন ফলপ্রসু আলোচনা হয়নি। তারা গণশুণানী না করার তালবাহানা করছে বলে জানা গেছে।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নওগাঁ জেলার সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, বিদ্যুত গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলীমুর রেজা রানা, আহবায়ক মাসুদুল আলম সাজু, এনসিপির সমন্বয়ক সোহাগ মাহবুব হাসান, রানা জোয়ার্দার, সাংবাদিক সাইফুল ওয়াদুদ, ফরিদ হোসেন, ছাত্রফ্রন্ট নেতা মিজানুর রহমান প্রমুখ।
বৈঠকে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা মো. জাকির হোসেন।

