আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্য নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) আগামীকাল সোমবার । সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ি নির্বাচনে তিনটি প্যানেলে ৭টি পদে লড়ছেন ১৮ জন প্রার্থী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৩ জন এবং সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সচেতন সাতক্ষীরাবাসী সমর্থিত প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি পদে জামায়াত নেতা অধ্যাপক মোঃ ওমর ফারুক এবং কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুহঃ রুহুল আমিন, মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান।
সমন্বিত নাগরিক প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সেক্রেটারি পদে শেখ মাসুম বিল্লাহ শাহীন, নির্বাহী সদস্য পদে অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, মোঃ কামরুজ্জামান রাসেল, কামরুজ্জামান কামু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল ও সাবেক কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে সমন্বিত নীল প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে এড. কামরুজ্জামান ভুট্টো, সেক্রেটারি পদে শেখ শরিফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে কাজী আব্দুস সবুর ও পাভেল রহমান।
সাতক্ষীরা জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
১ হাজার ৬৩০ জন ভোটার ভোট প্রদান করবেন।
রেডক্রিসেন্ট সোসাইটির কয়েকজন সদস্য জানান, দীর্ঘ এক যুগেও কোনো নির্বাচন হয়নি। এবার নির্বাচন হওয়ায় ভোটাররা উচ্ছসিত। তারা বলেন, জাঁকজমকপূর্ণ পরিবেশে এবার নির্বাচন হবে।

