সাতক্ষীরা প্রতিনিধি
ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন ।
সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরা- যশোর সড়কের তুজলপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ আব্দুল আলীম (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রজবাক্সা গ্রামের জিয়াউর রহমান জিয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আজমল হোসেন জানান, আব্দুল আলীম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। অপরদিকে, দ্রুত গতির একটি ট্রাক সাতক্ষীরার দিকে আসছিলো। পথিমধ্যে সদর উপজেলার তুজুলপুর মোড়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন।
তিনি আরো বলেন, ঘাতক ট্রাক পালিয়ে গেছে। লাশ ঘটনাস্থলে পড়ে রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ শামিনুল হক জানান, ঘটনা শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

